লোকসভা নির্বাচনে আগের বার কেন হেরেছিলেন! কারণ জানালেন বিজেপি প্রার্থী

বিজেপি নেতা সম্বিত পাত্র পুরী লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। তিনি বলেন, "২০১৯ সালে আমি পুরী থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, কিন্তু আমি অল্প ভোটে হেরে গিয়েছিলাম।"

New Update
sambit.jpg

নিজস্ব সংবাদদাতা: পুরী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সম্বিত পাত্র বলেন, "প্রধানমন্ত্রী মোদি ২০১৪ সাল থেকে ভারতের রাজনীতিতে একটি বড় পরিবর্তন এনেছেন, সেই পরিবর্তনটি রিপোর্ট কার্ডের রাজনীতি। এখানে স্বজনপ্রীতি, জাতপাত বা তুষ্টির রাজনীতি থাকবে না, যদি রাজনীতি থাকতে হলে  আপনার পারফরম্যান্সের, আপনাকে আপনার রিপোর্ট কার্ড দিতে হবে। ২০১৯ সালে আমি পুরী থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, কিন্তু আমি অল্প ভোটে হেরে গিয়েছিলাম। সেই সময় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি কখনও পুরী ছেড়ে যাব না। মানুষের সঙ্গে থাকব।"

sambit patra (1).jpg

 

 tamacha4.jpeg