৩ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা, সঙ্গে দ্বিগুণ যাবজ্জীবন— সাজিথা হত্যায় কঠিন রায় আদালতের

২০১৯ সালের আলোচিত সাজিথা হত্যাকাণ্ডে রায় ঘোষণা করল পলাক্কাড় আদালত। দোষী চেন্থামারাকে দেওয়া হয়েছে দ্বিগুণ যাবজ্জীবন সাজা ও ৩.২৫ লক্ষ টাকার জরিমানা।

author-image
Tamalika Chakraborty
New Update
dead


নিজস্ব সংবাদদাতা: ২০১৯ সালের বহুল আলোচিত সাজিথা হত্যা মামলায় অবশেষে বিচার শেষ। কেরলের পলাক্কাড় অতিরিক্ত জেলা ও সেশন আদালতের চতুর্থ বেঞ্চের বিচারপতি কেনেথ জর্জ শুক্রবার রায় ঘোষণা করেন।

রায় অনুযায়ী, অভিযুক্ত চেন্থামারাকে আদালত দ্বিগুণ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি ৩ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানাও ধার্য করা হয়েছে।

দীর্ঘ চার বছর ধরে টানটান আইনি লড়াই চলার পর অবশেষে মামলার নিষ্পত্তি হলো। বিচার চলাকালীন উভয় পক্ষের যুক্তি-প্রমাণ খতিয়ে দেখে আদালত দোষীর অপরাধকে “অত্যন্ত নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড” বলে অভিহিত করেছে।

prison w

আদালতের পর্যবেক্ষণ, সাজিথাকে খুন করার পর ঘটনাটি গোপন করার চেষ্টা করে অভিযুক্ত, যা বিচার প্রক্রিয়াকে আরও জটিল করে তোলে। তবে পুলিশ ও প্রসিকিউশনের সঠিক তদন্তের ফলে সত্য সামনে এসেছে বলে মন্তব্য বিচারকের।

এই রায়ে সাজিথার পরিবার স্বস্তি ও ন্যায়বিচারের অনুভব প্রকাশ করেছেন। তাঁদের কথায়, “চার বছর পর অবশেষে আমাদের মেয়ের আত্মা শান্তি পেল।”