পাকিস্তানকে ১৭১/৫ এ নিয়ে গেল ফারহান, কিন্তু ভারত চারবার ক্যাচ ফেলল!

ফারহানের বিধ্বংসী ব্যাটিংয়ে প্রথম ইনিংস শেষে পাকিস্তানের স্কোর ১৭১/৫ ।

author-image
Tamalika Chakraborty
New Update
indian cricket team


নিজস্ব সংবাদদাতা: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান ভারত-পাকিস্তান ম্যাচে ওপেনার সাহিবজাদা ফারহান ৫৮ রানের ইনিংস খেলেছেন। তবে তাঁর ইনিংসের সময় দুইবার ক্যাচ ফেলা হয়। ফারহানের আগ্রাসী ব্যাটিংয়ে পাকিস্তান ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করেছে।

ভারতের বোলারদের মধ্যে শিবম দুবে ছিলেন সেরা। ৪ ওভারে তিনি ২/৩৩ রানের পরিসংখ্যান করেছেন। তবে ভারতের ফিল্ডিংয়ে দুর্বলতার কারণে চারবার ক্যাচ ফেলে ম্যাচে চাপ সৃষ্টি হয়।

gun fire celebration

ম্যাচ শুরুর আগে ভারতীয় অধিনায়ক সুর্যকুমার যাদব টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ভারতের দলের পরিকল্পনা অনুযায়ী আর্সদীপ সিং এবং হর্ষিত রানা বাদ দিয়ে জাসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী ফিরেছেন। পাকিস্তান দলেরও দুই পরিবর্তন হয়েছে। হাসান নওয়াজ ও খুশদিল শাহ বাদ দিয়ে ফাহিম আশরাফ এবং হুসাইন তালাতের সুযোগ দেওয়া হয়েছে।

এই ম্যাচটি বর্তমানে দর্শক ও ক্রিকেটপ্রেমীদের কাছে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।