ট্রাম্পের আল্টিমেটাম উড়িয়ে দিলেন পুতিন! ইউক্রেনের চার অঞ্চল দখলের মিশনেই অটল রাশিয়া

ট্রাম্পের আলটিমেটামে পাত্তা না দিয়ে ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রাখল রাশিয়া।

author-image
Tamalika Chakraborty
New Update
putin trump

নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া চূড়ান্ত সময়সীমা শুক্রবার শেষ হতে চলেছে, কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাতে নতি স্বীকার করার কোনও ইঙ্গিত দিচ্ছেন না। ক্রেমলিন-ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পুতিন এখনও ইউক্রেনের চারটি অঞ্চল পুরোপুরি দখল করার লক্ষ্য থেকে একচুলও পিছিয়ে আসেননি।

Trump

ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন—যদি পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হন, তবে রাশিয়ার ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং রাশিয়ার তেল কিনছে এমন দেশগুলির (যার মধ্যে বৃহত্তম ক্রেতা হল চিন ও ভারত) ওপর বসানো হবে ১০০% শুল্ক।

ক্রেমলিন-ঘনিষ্ঠ তিনটি সূত্রের দাবি, পুতিন মনে করছেন রাশিয়া যুদ্ধে জিতছে এবং অতীতের আড়াই বছরেরও বেশি সময় ধরে ধারাবাহিক মার্কিন নিষেধাজ্ঞা খুব বেশি প্রভাব ফেলতে পারেনি—এই আত্মবিশ্বাসই তাঁকে চালিত করছে। যদিও তিনি ট্রাম্পকে রাগাতে চান না এবং ওয়াশিংটনসহ পশ্চিমা দেশগুলির সঙ্গে সম্পর্ক উন্নত করার সম্ভাবনা হাতছাড়া করতে চান না, তবুও যুদ্ধ জয়ের লক্ষ্য তাঁর কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, বলছেন দুই শীর্ষ সূত্র।