স্বার্থপর, বৈষম্যমূলক, RSS প্রধানের নিশানায় কে?

আরএসএস প্রধান মোহন ভাগবতের নিশানায় কে?

author-image
SWETA MITRA
New Update
Mohan Bhagwat

নিজস্ব সংবাদদাতাঃ আজ মঙ্গলবার ফের একবার বড় মন্তব্য করে শিরোনামে উঠে এলেন আরএসএস প্রধান মোহনভাগবত(Mohan Bhagwant)। তিনিতাঁরভাষণেবলেন, ‘ভারতেরলক্ষ্যবিশ্বেএগিয়েযাওয়া।কিন্তুকিছুস্বার্থপরবৈষম্যমূলকমানুষনিজেদেরসুবিধারজন্যসামাজিককাঠামো শেষকরতেচায়। বিশ্বে এবং ভারতেও কিছু মানুষ আছে যারা চায় না যে ভারত এগিয়ে যাক। তারা সমাজে বিভেদ ও সংঘাত সৃষ্টির চেষ্টা করে। আমাদের অসচেতনতা এবং বিশ্বাসের অভাবের কারণে, আমরাও মাঝে মাঝে এতে জড়িয়ে পড়ি।‘ শুনুন তাঁর বক্তব্য...