নিজস্ব সংবাদদাতাঃ রেলওয়েতে আবারও নিয়োগ হতে চলেছে। এবার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সম্প্রতি দুটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্রীয়ভাবেই হবে এই নিয়োগ করা হবে। রেলওয়েতে (RRB RPF Recruitment 2024) সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল হিসেবে নিয়োগ করা হবে। এই দুই পদে মোট ৪৬৬০টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ৪৫২ জন সাব-ইনস্পেক্টর এবং ৪২০৮ জন কনস্টেবল নিয়োগ করা হবে।
/anm-bengali/media/media_files/vkyZTSNR4KWenYWDB8Dq.jpg)
রেলওয়েতে এই নিয়োগ রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের জন্য হবে। আজ থেকেই শুরু হবে এই পদের জন্য আবেদনের প্রক্রিয়া। জেনে রাখুন কীভাবে করবেন আবেদন?
১৫ এপ্রিল থেকে আগামী ১৪ মে পর্যন্ত এই আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত একটি কারেকশন উইন্ডো খোলা থাকবে। আবেদনকারীরা তাঁদের আবেদনের সময় করা কোনো ভুল এই সময়ের মধ্যে সংশোধন করে নিতে পারবে।
/anm-bengali/media/media_files/train1jpeg)
রেলের কনস্টেবল পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীর বয়সসীমা হল ১৮ থেকে ২৮ বছর। সাব ইনস্পেক্টর পদে নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীর বয়সসীমা হল ২০-২৮ বছর। রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে জানা গিয়েছে যে, করোনা মহামারীর জন্য বয়সসীমার ক্ষেত্রে ৩ বছরের ছাড় দেওয়া হবে। এছাড়া বয়সের উর্ধ্বসীমায় শুধুমাত্র ছাড় পাবে সংরক্ষিত প্রার্থীরা।
কনস্টেবল পদে নিয়োগের জন্য একজন প্রার্থীকে ন্যূনতম দশম শ্রেণি পর্যন্ত পাশ থাকতে হবে। সাব ইনস্পেক্টর পদে নিয়োগের ক্ষেত্রে আগ্রহী প্রার্থী স্নাতক উত্তীর্ণ হতে হবে। তবে বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, যে সমস্ত প্রার্থীরা অন্তিম পরীক্ষা দিয়েছেন কিন্তু তাঁর ফলাফল আসেনি, তাঁরা এই পদে আবেদন করতে পারবে না।
/anm-bengali/media/media_files/TUNVfjwjfhwrn9K9YANR.jpg)
রেলে এই দুটি পদের জন্য একসঙ্গে আবেদন করলে আবেদনের ফি হিসেবে দিতে হবে ৫০০ টাকা। মহিলা, সংখ্যালঘু সম্প্রদায় এবং তপশিলি জাতিভুক্ত প্রার্থীরা আবেদন ফিতে ছাড় পাবে। জানা গিয়েছে, পরীক্ষায় বসার পর রেলের চাকরির জন্য এই আবেদনের ফি'র কিছু অংশ আবার প্রার্থীকে ফিরিয়ে দেওয়া হবে।
রেলের এই দুই পদের নিয়োগের আবেদনের জন্য প্রত্যেক রাজ্য ও জেলার জন্য আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে। নির্দিষ্ট সেই ওয়েবসাইটে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের। পশ্চিমবঙ্গের মধ্যে তিনটি জায়গার জন্য ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই পদে আবেদনের জন্য সেই তিনটি জায়গা হল- কলকাতা, মালদা এবং শিলিগুড়ি।