/anm-bengali/media/media_files/2025/08/06/uttarakhand-2025-08-06-07-45-51.jpg)
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার সন্ধ্যায় উত্তরাখণ্ডে হরিদ্বার-দেরাদুন রেলপথে বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিল ভারতীয় রেল। জানা গিয়েছে, হরিদ্বার ও মোতিচূরের মাঝে টানেল T2–এর কাছে ট্র্যাকের উপর স্থাপিত ক্যানোপির উপর এক বিশাল পাথরের টুকরো ধসে পড়ে। ঘটনার সময় সন্ধ্যা প্রায় ৬টা ৪৫ মিনিট। দুর্ঘটনাটি ঘটেছে মোরাদাবাদ ডিভিশনের অন্তর্গত একক লাইন বৈদ্যুতিক সেকশনে। দেরাদুন থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত মোতিচূর এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/26/uttarakhand-land-slide-2025-07-26-13-18-32.jpg)
রেল মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, টানেলের দায়িত্বে থাকা ওয়াচম্যান প্রথমে ফোনে হরিদ্বার স্টেশন মাস্টারকে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীরা, যার মধ্যে ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ার (ADEN) ও পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টর (PWI), ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ তারা সেখানে পৌঁছে ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব নেন এবং নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
রেল সূত্রে খবর, পাথর সরানো ও ট্র্যাকের ক্ষত মেরামতের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই রুটে কোনও ট্রেন চলবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us