নিজস্ব সংবাদদাতা: বিহার বিধানসভা নির্বাচনে NDA-র অভূতপূর্ব জয়ের পর এবার প্রতিক্রিয়া দিল RJD। দলের মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি স্বীকার করে নিয়েছেন যে এই ফল তাঁদের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কোনও এক্সিট পোলই এমন ফলের ইঙ্গিত দেয়নি। বরং ভোটের আগের সমীক্ষাগুলো বলছিল যে লড়াই হবে হাড্ডাহাড্ডি, দুই পক্ষের মধ্যেই জমে ওঠা প্রতিদ্বন্দ্বিতা শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকবে। কিন্তু ফল বেরোতেই দেখা গেল, ছবিটা সম্পূর্ণ উল্টো—একপেশে এবং বিস্ময়কর।
মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেন, এই ফলাফল গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। কীভাবে, কোন পরিস্থিতিতে, কোন গণিত মিলে এমন প্রবল জয়ী হল NDA—তা খতিয়ে দেখা জরুরি। তাঁর কথায়, দলের ভিতরে এখন অনেক প্রশ্ন উঠছে এবং সব দিকই খুঁটিয়ে দেখা হবে। তিনি দাবি করেন, এই ফল শুধুই অপ্রত্যাশিত নয়, বরং রাজনৈতিকভাবে অস্বাভাবিক বলেও মনে হচ্ছে তাঁদের কাছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/uBVSdbIescL5PpKDLqQu.jpg)
NDA-র একক আধিপত্যে রীতিমতো স্তব্ধ RJD এখন পর্যালোচনার পথে হাঁটতে চাইছে। নির্বাচনের ফল ঘোষণা হতেই দেখা যায়, প্রতিদ্বন্দ্বিতার বদলে একতরফা স্রোতে ভেসে গেছে আসন বণ্টন। মৃত্যুঞ্জয় তিওয়ারি জানান, এই ফলের কারণ জানতে হবে, সময় নিয়ে বুঝতে হবে কোথায় ভুল হল, কিংবা কোন ফ্যাক্টর শেষ মুহূর্তে পাল্টে দিল সমীকরণ।
বিহারের এই আশ্চর্যজনক নির্বাচনী ফল নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখনই শুরু হয়েছে তীব্র আলোচনা। NDA-র জোয়ারে বিপর্যস্ত RJD-র এই প্রতিক্রিয়া থেকে স্পষ্ট—এই ভোটের বিশ্লেষণ এখনই থামবে না, বরং আরও অনেক প্রশ্ন সামনে আসতে চলেছে।
“এমন ফল আশা করিনি”—বিহার ভোটে NDA-র ঝড় দেখে হতবাক RJD! বক্তব্যে বিতর্ক
বিহারে NDA-র একতরফা জয়ে বিস্মিত RJD। মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেন, ফল অপ্রত্যাশিত ও এক্সিট পোলের সঙ্গে মিল নেই। সব দিক খতিয়ে দেখার কথা জানাল দল।
নিজস্ব সংবাদদাতা: বিহার বিধানসভা নির্বাচনে NDA-র অভূতপূর্ব জয়ের পর এবার প্রতিক্রিয়া দিল RJD। দলের মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি স্বীকার করে নিয়েছেন যে এই ফল তাঁদের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কোনও এক্সিট পোলই এমন ফলের ইঙ্গিত দেয়নি। বরং ভোটের আগের সমীক্ষাগুলো বলছিল যে লড়াই হবে হাড্ডাহাড্ডি, দুই পক্ষের মধ্যেই জমে ওঠা প্রতিদ্বন্দ্বিতা শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকবে। কিন্তু ফল বেরোতেই দেখা গেল, ছবিটা সম্পূর্ণ উল্টো—একপেশে এবং বিস্ময়কর।
মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেন, এই ফলাফল গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। কীভাবে, কোন পরিস্থিতিতে, কোন গণিত মিলে এমন প্রবল জয়ী হল NDA—তা খতিয়ে দেখা জরুরি। তাঁর কথায়, দলের ভিতরে এখন অনেক প্রশ্ন উঠছে এবং সব দিকই খুঁটিয়ে দেখা হবে। তিনি দাবি করেন, এই ফল শুধুই অপ্রত্যাশিত নয়, বরং রাজনৈতিকভাবে অস্বাভাবিক বলেও মনে হচ্ছে তাঁদের কাছে।
NDA-র একক আধিপত্যে রীতিমতো স্তব্ধ RJD এখন পর্যালোচনার পথে হাঁটতে চাইছে। নির্বাচনের ফল ঘোষণা হতেই দেখা যায়, প্রতিদ্বন্দ্বিতার বদলে একতরফা স্রোতে ভেসে গেছে আসন বণ্টন। মৃত্যুঞ্জয় তিওয়ারি জানান, এই ফলের কারণ জানতে হবে, সময় নিয়ে বুঝতে হবে কোথায় ভুল হল, কিংবা কোন ফ্যাক্টর শেষ মুহূর্তে পাল্টে দিল সমীকরণ।
বিহারের এই আশ্চর্যজনক নির্বাচনী ফল নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখনই শুরু হয়েছে তীব্র আলোচনা। NDA-র জোয়ারে বিপর্যস্ত RJD-র এই প্রতিক্রিয়া থেকে স্পষ্ট—এই ভোটের বিশ্লেষণ এখনই থামবে না, বরং আরও অনেক প্রশ্ন সামনে আসতে চলেছে।