‘জমি দাও, চাকরি নাও’— বিহার নির্বাচনের ঠিক আগে আদালতের ফাঁদে লালু, রাবড়ি ও তেজস্বী

দিল্লি আদালতে লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী ও তেজস্বী যাদবের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ গঠিত। ‘জমির বদলে চাকরি’ ও ‘আইআরসিটিসি হোটেল কেলেঙ্কারি’ মামলায় ফের বিপাকে আরজেডি।

author-image
Tamalika Chakraborty
New Update
lalu prasad yadav

নিজস্ব সংবাদদাতা: বিহারের রাজনীতিতে ফের উত্তপ্ত হাওয়া। জাতীয় জনতা দল (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদব এবং তাঁর পরিবার ঘিরে ফের আইনি ঝড় উঠেছে। দিল্লির এক আদালত শুক্রবার লালু যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং ছেলে তেজস্বী যাদবসহ পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ গঠন করেছে। ফলে, দীর্ঘদিন ধরে চলা ‘জমির বদলে চাকরি’ এবং ‘আইআরসিটিসি হোটেল কেলেঙ্কারি’ মামলায় এবার লালু পরিবারের আইনি বিপদ আরও গভীর হলো।

এই মামলার অভিযোগ অনুযায়ী, রেলমন্ত্রী থাকাকালীন সময়ে লালু যাদব রেলের চাকরির জন্য সাধারণ মানুষদের কাছে জমির টুকরো দাবি করতেন। পরে সেই জমি যাদব পরিবারের নামে হস্তান্তর করা হয় বলে অভিযোগ। কেন্দ্রীয় তদন্ত সংস্থার মতে, একাধিক ব্যক্তি তাঁদের জমি দিয়ে রেলের চাকরি পেয়েছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবি শঙ্কর প্রসাদ এই ঘটনাকে কটাক্ষ করে বলেছেন, “জমি দাও, চাকরি নাও… জমি দাও, রেলওয়ের হোটেল নাও—এটাই লালু প্রসাদজি-র স্পষ্ট মডেল।”

h

অন্যদিকে, ‘আইআরসিটিসি হোটেল দুর্নীতি মামলা’-তেও লালু পরিবারের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। রেলের দুটি হোটেল—একটি রাঁচি এবং অন্যটি পুরীতে—একটি বেসরকারি সংস্থাকে ভাড়ায় দেওয়ার সময় নিয়মবহির্ভূত লেনদেন হয় বলে অভিযোগ। বিনিময়ে, ওই সংস্থা নাকি যাদব পরিবারের ঘনিষ্ঠদের নগ্নমূল্যে জমি দেয়। আদালতের এই পদক্ষেপে বিহারের রাজনীতি সরগরম হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মত, নির্বাচনের মুখে এই অভিযোগ আরজেডি-র ইমেজের উপর বড় প্রভাব ফেলতে পারে।

আরজেডি শিবিরে নেমেছে চাপ। তেজস্বী যাদব অবশ্য দাবি করেছেন, “সব অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা থেকে প্রভাবিত। কেন্দ্র সরকার আমাদের ভয় পাচ্ছে, তাই এসব মামলা আবার সামনে আনা হচ্ছে।” তবে বিজেপি শিবির বলছে, “যার অপরাধ আছে, সে শাস্তি পাবে—এটাই ন্যায়।”

বিহার ভোটের আগে লালু যাদব ও তাঁর পরিবারের এই নতুন আইনি বিপাকে রাজ্যের রাজনীতি যে চরম উত্তেজনায় ভরপুর হবে, তা নিয়ে আর সন্দেহ নেই।