সেই বিতর্কে কংগ্রেস নেতা পাপ্পু যাদব! এবার বিস্ফোরক RJD প্রার্থী

RJD প্রার্থী বিমা ভারতী কংগ্রেস নেতা পাপ্পু যাদবকে নিয়ে মন্তব্য করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
ঙমা ঊারতী.jpg

নিজস্ব সংবাদদাতা: বিহারের পূর্ণিয়া থেকে RJD প্রার্থী বিমা ভারতী তাঁর মনোনয়ন জমা দিয়েছেন। পূর্ণিয়া আসন থেকে কংগ্রেস নেতা পাপ্পু যাদবের প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে তিনি বলেন, "প্রত্যেকেরই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে। আমি তাঁকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি।"

pappu

 tamacha4.jpeg