লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে আরেক ‘ডাক্তার' গ্রেপ্তার! NIA-র হাতে ফাঁস ধরছে ভয়ংকর সন্ত্রাস-চক্র

লালকেল্লা গাড়ি বিস্ফোরণে বড় সাফল্য NIA-র। কাশ্মীরের চিকিৎসক ড. বিলাল নাসির মাল্লা গ্রেপ্তার। মাস্টারমাইন্ড উমর-উন-নবীকে আশ্রয় ও প্রমাণ নষ্টের অভিযোগ।

author-image
Tamalika Chakraborty
New Update
delhi blastaaa

নিজস্ব সংবাদদাতা: লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণ কাণ্ডে আরও এক চিকিৎসককে গ্রেপ্তার করল জাতীয় তদন্ত সংস্থা (NIA)। নিহত ১৫ জনের প্রাণহানির এই মর্মান্তিক ঘটনায় ‘হোয়াইট-কলার’ সন্ত্রাস মডিউলের তদন্তে এটি অষ্টম গ্রেপ্তার।

এ বার ধরা পড়েছেন জম্মু-কাশ্মীরের বারামুলার বাসিন্দা ড. বিলাল নাসির মাল্লা। তদন্তকারীদের দাবি, তিনি বিস্ফোরণে অভিযুক্ত ড. উমর-উন-নবীকে আশ্রয় দিয়েছিলেন এবং জইশ-ই-মহম্মদ (JeM)-এর ষড়যন্ত্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রমাণ ধ্বংস করেছিলেন।

arrested a

NIA জানিয়েছে, ড. মাল্লা জঙ্গি হামলার চক্রান্ত সম্পর্কে আগে থেকেই জানতেন। শুধু লুকিয়ে রাখা নয়, লজিস্টিক সহায়তা দেওয়ার পাশাপাশি হামলার নথি-মহলের কিছু প্রমাণও তিনি নষ্ট করে দেন বলে অভিযোগ।

গ্রেপ্তারের পর তাঁকে আদালতে তোলা হয়। বিশেষ আদালতের বিচারক অঞ্জু বাজাজ চাঁদনা তাঁকে সাত দিনের NIA হেফাজতে পাঠিয়েছেন। কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার সাহায্যে তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে NIA।