জারি লাল সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

মঙ্গলবার অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। যার জেরে মৌসম ভবন লাল সতর্কতা জারি করেছে। উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

New Update
cycloneee.jpg

নিজস্ব সংবাদদাতা:   শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে  নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে। সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তা অন্ধ্র ও তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারে জেরে মৌসম ভবন অন্ধ্রউপকূলে ৪ ও ৫ ডিসেম্বর ভারী থেকে অতি ভারী সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। অন্ধ্রের উপকূলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলের বাসিন্দাদের পাশাপাশি অপেক্ষাকৃত নিরাপদ অঞ্চলে আশ্রয় নেওয়ার কথাও বলা হয়েছে।