প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরাখণ্ড! ১০০-র বেশি রাস্তা বন্ধ, পর্যটকদের জন্য কড়া নির্দেশ

ভারী বৃষ্টিপাতের জন্য উত্তরাখণ্ডের ৯ জেলাতে লাল সতর্কতা জারি করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
eavy rain

নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডে প্রবল বর্ষণে সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। রাজ্যের একাধিক জেলায় চলছে প্রকৃতির তাণ্ডব। আবহাওয়া দফতর (IMD) ইতিমধ্যেই ৯টি জেলায় জারি করেছে লাল সতর্কতা, যার মধ্যে রয়েছে দেরাদুন, চামোলি ও উত্তরকাশীর মতো পাহাড়ি এলাকা।

প্রবল বর্ষণের জেরে রাজ্যের উঁচু এলাকায় শুরু হয়েছে ধস, জলস্তর বিপজ্জনকভাবে বেড়েছে অলকানন্দা, সারযু ও গোমতীর মতো প্রধান নদীগুলির। নদী গুলির রুদ্রমূর্তি এবং পরপর ভূমিধসে বিপর্যস্ত হয়েছে জনজীবন।

 এখনও পর্যন্ত ১০০-র বেশি রাস্তায় ধস নামায় বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। পাহাড়ি এলাকায় একাধিক হাইওয়ে অবরুদ্ধ। কাজ চালিয়ে যাচ্ছে PWD ও দুর্যোগ ব্যবস্থাপনা দফতর। দুর্গম এলাকায় আটকে পড়েছেন বহু পর্যটক ও স্থানীয় বাসিন্দা।

landslided.jpg

আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে কড়া নির্দেশিকা—আপাতত পাহাড়ি এলাকায় যাত্রা না করাই শ্রেয়। খুব প্রয়োজন ছাড়া কেউ যেন রওনা না হন, আর যদি হন, তবে অবশ্যই আবহাওয়া আপডেট জেনে তবেই বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ-এর দল। প্রশাসনের তরফে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবু প্রবল বৃষ্টিপাত এবং পাহাড়ি এলাকায় অবিরত ধসের কারণে উদ্ধার কাজেও সমস্যা হচ্ছে।

বলা হচ্ছে, এই বর্ষা মৌসুমে উত্তরাখণ্ডে আরও এমন পরিস্থিতি তৈরি হতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে শান্ত থাকার ও সরকারি নির্দেশ মেনে চলার বার্তা দিয়েছেন।