ভয়াবহ বৃষ্টিতে বিপদ সীমার ওফর দিয়ে বইছে জল! আগামী ৪৮ ঘণ্টা লাল সতর্কতা জারি মুম্বইয়ে

ভয়াবহ বৃষ্টিতে মুম্বইয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
heavy rain tamil nadu.jpg

নিজস্ব সংবাদদাতা: মুম্বাইসহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় টানা ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT) থেকে থাণে পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে হারবার লাইনেও কুরলা থেকে সিএসএমটি পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

এদিকে মুম্বাইয়ের মিঠি নদীর জল স্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। বর্তমানে পানির উচ্চতা ৩.১০ মিটার, যেখানে বিপদসীমা ৪ মিটার।

eavy rain in mumbai

ভারতীয় আবহাওয়া দফতর (IMD) মুম্বাই, থাণে এবং রায়গড়ের জন্য লাল সতর্কতা জারি করেছে। পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় আরও অতি ভারী বর্ষণ হতে পারে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস রাজ্যবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গত দুই দিনে মহারাষ্ট্রজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। রাজ্যের অনেক জেলায় রেড অ্যালার্ট ও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। আগামী ২১ আগস্ট পর্যন্তও অন্তত অর্ধেক জেলার জন্য একই সতর্কতা কার্যকর থাকবে। এ পরিস্থিতিতে সকলকে সাবধানতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।