/anm-bengali/media/media_files/5fJ6SM8GrBWiaj7oOoNJ.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস – মহারাষ্ট্রের একাধিক জেলায় রেড ও অরেঞ্জ অ্যালার্ট, পালঘারে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে শুক্রবার ভারতীয় আবহাওয়া অধিদফতর (IMD) মহারাষ্ট্রের বিভিন্ন অংশে সতর্কতা জারি করেছে। বিশেষ করে উপকূলবর্তী ও পাহাড়ি অঞ্চলে আগামীকাল, অর্থাৎ শনিবার (২৬ জুলাই) প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, পুনে, সাতারা এবং নাসিক জেলার বিভিন্ন স্থানে ২৬ জুলাই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে পালঘার জেলার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পুনে জেলার ঘাট অঞ্চলগুলোর জন্যও রেড অ্যালার্ট দেওয়া হয়েছে।
পালঘার জেলায় পরিস্থিতি বিবেচনা করে জেলা কালেক্টর ডঃ ইন্দু রানি জাখর ২৬ জুলাই সমস্ত স্কুল, কলেজ এবং আঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ ঘণ্টায় পালঘারে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কঙ্কন অঞ্চলের মুম্বই, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গ জেলার পাশাপাশি সাতারা ও নাসিকের ঘাট অঞ্চলগুলির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রেড অ্যালার্টপ্রাপ্ত অঞ্চলগুলিতে কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি বিচ্ছিন্নভাবে অতি অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। অন্যদিকে, অরেঞ্জ অ্যালার্টপ্রাপ্ত এলাকাগুলিতে নির্দিষ্ট কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
রিজিওনাল মেটিওরোলজিক্যাল সেন্টার (RMC) মুম্বই তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানিয়েছে, মারাঠওয়াড়ার নির্দিষ্ট কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হতে পারে। এই ঝড়ের সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে, সেইসঙ্গে ভারী বৃষ্টিও হতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us