“রাহুল সংস্কারহীন”—মোদির পাশে বিস্ফোরক রবিশঙ্কর প্রসাদ, উত্তাল পাটনা

পাটনায় মোদির রোডশোয়ে তপ্ত রাজনীতি। রাহুল গান্ধী সংস্কারহীন’ বললেন রবিশঙ্কর প্রসাদ। মোদি-সমর্থনে এনডিএর শক্তি প্রদর্শন, মহাগঠবন্ধনকে কটাক্ষ।

author-image
Tamalika Chakraborty
New Update
bjp ravi shankar prsd.jpg

নিজস্ব সংবাদদাতা:  পাটনার রাস্তা জুড়ে উত্তপ্ত রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোডশো ঘিরে বিহারে ফের চড়া রাজনৈতিক সুর। এই মঞ্চ থেকেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের কড়া পালটা দিলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। রাহুল মোদিকে “দর্পোক” বলতেই তীব্র সুরে প্রতিক্রিয়া রবিশঙ্করের— “যদি প্রধানমন্ত্রী পদকে সম্মান করতে না জানেন, তবে রাহুল গান্ধী সংস্কারহীন। এমন ভাষা ওর মতো পরিবারের মানায় না। যতই রাজনীতি করো, দেশের প্রধানমন্ত্রীকে অপমান করলে মানুষই জবাব দেবে।”

Rahul Gandhi sad kl.jpg

এদিন এনডিএ-র উন্নয়ন মডেলকে তুলে ধরে রবিশঙ্কর বলেন, “বিহার জানে কারা কাজ করেছে। মোদিজি উন্নয়নের রাজনীতি করেন, কাদা ছোড়াছুড়ির নয়।” তিনি আরও দাবি করেন, মহাগঠবন্ধনের ভিতরে বিরাট অস্বস্তি ও মতবিরোধ আছে— “সবাই জানে, ওদের ভিতরেই লড়াই লেগেই আছে। বাইরে কথা বললেও ভিতরে ভরসা নেই।”

মোদি-রোডশোয় মানুষের ঢল দেখে বিজেপির দাবি—বিহারের হাওয়া স্পষ্ট, এনডিএই ফের ক্ষমতায় ফিরবে। অন্যদিকে, রাহুল গান্ধীর তীব্র ভাষার উত্তাপ ছড়িয়ে পড়েছে নির্বাচনী রাজনীতিতে। চূড়ান্ত সংঘাতের পথেই দুই শিবির, ভোটের আগে বাক্যবাণে ফের আগুন লাগল বিহারের মাটিতে।