সাবধান, বাতিল হতে চলেছে ৪৩ লক্ষ রেশন কার্ড!

E-KYC না করলেই উত্তরপ্রদেশে বাতিল হতে চলেছে রেশন কার্ড।

author-image
Tamalika Chakraborty
New Update
ration shop bengal .jpg

নিজস্ব সংবাদদাতা: রেশন ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের পথে আরও একধাপ এগোচ্ছে ভারত। স্বাধীনতার পর থেকে দেশের গরিব মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রেশন কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৯৪৩ সালের বাংলার দুর্ভিক্ষের সময় প্রথমবার ব্রিটিশ সরকার এই ব্যবস্থার সূচনা করে, যা পরবর্তীতে জহরলাল নেহরুর নেতৃত্বে দেশজুড়ে বিস্তৃত হয়। সময়ের সাথে সাথে রেশন কার্ড শুধু দরিদ্রদের জন্য সীমাবদ্ধ না থেকে এখন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Ration-Card-2-1200x675

ন্যাশনাল ফুড সিকিউরিটি আইনের আওতায় বর্তমানে প্রায় ৮০ কোটি ভারতীয় নাগরিক রেশন সুবিধা পান। প্রতি সপ্তাহে কেন্দ্রীয় সরকার এই বিপুল সংখ্যক মানুষকে খাদ্য সরবরাহ করে থাকে। তবে, সাম্প্রতিক বছরগুলোতে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক রেশন কার্ড ব্যবস্থায় একাধিক পরিবর্তন এনেছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো E-KYC বাধ্যতামূলক করা। কিন্তু কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, নির্দেশ দেওয়ার পর বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও বহু রেশন কার্ডধারী এখনো এই KYC প্রক্রিয়া সম্পন্ন করেননি।

 এই অবস্থায় কেন্দ্র কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে। আগামী ১৪ই মার্চ, অর্থাৎ হোলির আগেই উত্তরপ্রদেশের এতওয়া জেলায় প্রায় তিন লক্ষ রেশন কার্ড বাতিল করা হবে। মূলত, E-KYC না করায় এই রেশন কার্ডগুলিকে বাতিলের তালিকায় রাখা হয়েছে। সরকারের তরফে নাগরিকদের বারবার জানানো হয়েছে, সময় মতো E-KYC সম্পন্ন না করলে রেশন সুবিধা বন্ধ হয়ে যাবে। তাই যাদের রেশন কার্ড রয়েছে, তাদের দ্রুত E-KYC সম্পন্ন করার পরামর্শ দিচ্ছে প্রশাসন।