/anm-bengali/media/media_files/2025/07/25/kerala-arrested-2025-07-25-14-04-24.jpg)
নিজস্ব সংবাদদাতা: কেরালার কনূর সেন্ট্রাল জেল থেকে পালাল এক ভয়ংকর অপরাধী! ২০১১ সালে কেরালায় ২৩ বছরের এক তরুণীকে ধর্ষণ ও নির্মমভাবে খুনের দায়ে যাবজ্জীবন কারাভোগকারী গোবিন্দাচামি শুক্রবার ভোররাতে হাই-সিকিউরিটি জেল থেকে পালিয়ে যায়। এই চাঞ্চল্যকর ঘটনার পর মুহূর্তে গোটা রাজ্যে হুলিয়া জারি হয়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ তাকে ফের গ্রেফতার করে।
জেল কর্তৃপক্ষ জানায়, ভোর ৪.১৫ থেকে ৬.৩০-এর মধ্যে গোবিন্দাচামি পালিয়ে যায়। জেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কাপড়ের তৈরি দড়ি দিয়ে কম্পাউন্ড ওয়াল টপকে সে পালায়। বলাই বাহুল্য, এই ঘটনা রাজ্যের ‘সবচেয়ে সুরক্ষিত’ কারাগারের নিরাপত্তা ব্যবস্থাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। গোবিন্দাচামির অনুপস্থিতি প্রথম নজরে আসে রুটিন ইনস্পেকশনের সময়। ফলে একাধিক ঘন্টার গ্যাপে নিরাপত্তা ফাঁক স্পষ্ট হয়ে ওঠে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
জানা গেছে, পালিয়ে যাওয়ার পর গোবিন্দাচামি স্থানীয় এক বাড়ির জলের কুয়োয় গিয়ে আত্মগোপন করে। সেই কুয়োয় জলের পাম্পিং পাইপে বাঁধা দড়ি ধরে ঝুলে ছিল সে। শেষমেশ পুলিশ তাকে ওই অবস্থায় ধরে ফেলে।
কন্নূরের পুলিশ সুপার নিধিনরাজ পি জানান, কীভাবে এতটা সুরক্ষার মধ্যেও একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনি পালিয়ে যেতে পারল, তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। জেল কর্তৃপক্ষের গাফিলতি, সিসিটিভি নজরদারির ঘাটতি, এবং প্রহরার দায়ভার ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us