নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের হাভেরি জেলায় ঘটে গেল ন্যায়বিচারের প্রতি চরম অবজ্ঞার ঘটনা। ২০২৪ সালের জানুয়ারিতে সংঘটিত এক গণধর্ষণ মামলার সাত অভিযুক্ত জামিনে মুক্তি পেয়ে পরিণত হলেন “নায়ক”-এ।
হাভেরি সাব-জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর, ওই সাতজনকে নিয়ে একটি বড়সড় রোড শো করা হয়। প্রায় ২৫ কিলোমিটার দূরের আকি আলুর শহরে ঢুকে অভিযুক্তদের গাড়ি বহর ঘুরল শহরের প্রধান রাস্তায়।
/anm-bengali/media/media_files/1000061381.jpg)
পাঁচটি গাড়ির কনভয়ে অন্তত ২০ জন সমর্থক মিছিলে অংশ নেন, যেখানে ফুলের মালা ও স্লোগানে অভিযুক্তদের “স্বাগত” জানানো হয়।
এই ঘটনার জেরে রাজ্যের আইন-শৃঙ্খলা ও নৈতিকতার প্রশ্নে তীব্র সমালোচনা শুরু হয়েছে। একদিকে যখন নির্যাতিতার পরিবার এখনো ন্যায়বিচারের আশায় দিন গুনছে, তখন অপরদিকে অভিযুক্তদের এভাবে সম্মান জানানো বিচারব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছে,এমনটাই মত মানবাধিকার সংগঠনগুলির।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us