গণধর্ষণ মামলার অভিযুক্তদের জন্য বিজয় মিছিল, ফুলের মালা দিয়ে সংবর্ধনা! বিচারব্যবস্থার নামে প্রসহসন?

কর্ণাটকে গণধর্ষণ মামলায় জামিনে ছাড়া পাওয়া অভিযুক্তরা ব্যাপক রোড শো করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
karnataka gang rape accused

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের হাভেরি জেলায় ঘটে গেল ন্যায়বিচারের প্রতি চরম অবজ্ঞার ঘটনা। ২০২৪ সালের জানুয়ারিতে সংঘটিত এক গণধর্ষণ মামলার সাত অভিযুক্ত জামিনে মুক্তি পেয়ে পরিণত হলেন “নায়ক”-এ।

হাভেরি সাব-জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর, ওই সাতজনকে নিয়ে একটি বড়সড় রোড শো করা হয়। প্রায় ২৫ কিলোমিটার দূরের আকি আলুর শহরে ঢুকে অভিযুক্তদের গাড়ি বহর ঘুরল শহরের প্রধান রাস্তায়।

Rape

 পাঁচটি গাড়ির কনভয়ে অন্তত ২০ জন সমর্থক মিছিলে অংশ নেন, যেখানে ফুলের মালা ও স্লোগানে অভিযুক্তদের “স্বাগত” জানানো হয়।

এই ঘটনার জেরে রাজ্যের আইন-শৃঙ্খলা ও নৈতিকতার প্রশ্নে তীব্র সমালোচনা শুরু হয়েছে। একদিকে যখন নির্যাতিতার পরিবার এখনো ন্যায়বিচারের আশায় দিন গুনছে, তখন অপরদিকে অভিযুক্তদের এভাবে সম্মান জানানো বিচারব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছে,এমনটাই মত মানবাধিকার সংগঠনগুলির।