‘আমি দাঁড়িয়ে দেখি চারদিকে শুধু মৃতদেহ’ – বিমান ভেঙে পড়ার পর রমেশ যা বললেন…

অভিশপ্ত বিমানের একমাত্র জীবিত যাত্রী বলেন, "দাঁড়িয়ে আমি চারিদিকে মৃতদেহ দেখলাম।"

author-image
Tamalika Chakraborty
New Update
air india plane crash survior m

নিজস্ব সংবাদদাতা: আহমেদাবাদে ভয়াবহ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় ২৪০ জনের বেশি যাত্রী প্রাণ হারালেও অলৌকিকভাবে বেঁচে গেলেন একজন! বিমানের ২৪২ জন যাত্রীর মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি হলেন বিশ্বাস কুমার রমেশ, ৪০ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক, যিনি ভারতীয় বংশোদ্ভূত।

লন্ডনগামী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ান শুরু করার কিছুক্ষণ পরেই একটি আবাসিক এলাকায় ভেঙে পড়ে। মাটিতে ধসে পড়ার পরে প্লেনের কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হলেও, কিছু অংশ ছিল প্রায় অক্ষত।

ahmedabad plan chrash  a

ফ্লাইট ম্যানিফেস্ট অনুযায়ী, বিশ্বাস কুমার ছিলেন ১১এ সিটে। দুর্ঘটনার ঠিক পরেই তোলা একটি ভিডিওতে দেখা যায়, তিনি রক্তাক্ত অবস্থায় কাতরালেও নিজের পায়ে হেঁটে অ্যাম্বুলেন্সের দিকে যাচ্ছেন। পরে হাসপাতালের একটি ছবিতেও তাঁকে দেখা যায়—মুখ, বুক ও পায়ে স্পষ্ট আঘাতের চিহ্ন।

হাসপাতালে তিনি জানান, "সব কিছু খুব দ্রুত ঘটল। আমি যখন উঠে দাঁড়াই, তখন চারপাশে শুধু মৃতদেহ। আমি আতঙ্কে দৌড়ে পালাই। চারদিকে প্লেনের টুকরো ছড়িয়ে ছিটিয়ে ছিল।"

তাঁর এই অবিশ্বাস্য বেঁচে যাওয়া সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অনেকেই বলছেন, এটি এক অলৌকিক ঘটনা। একজন ব্যবহারকারী লিখেছেন, “এই প্লেনে ছিল ২৪২ জন, ২৪১ জন মারা গেছেন। একমাত্র বেঁচেছেন রমেশ বিশ্বাস কুমার—সিট ১১এ। এটা বিশ্বাস করতে বাধ্য করবে, মিরাকল সত্যি হয়।”