/anm-bengali/media/media_files/Z5hMyaSprGntsIxbY1OH.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক কঠোর বার্তা দিয়ে জানিয়েছেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত যেভাবে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে পাকিস্তানকে হাঁটু গেড়ে মাথা নিচু করতে হয়েছে। জম্মু ও কাশ্মীরের উদমপুরে নর্দান কমান্ডের সেনা সদস্যদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, পাকিস্তান যদি ভবিষ্যতে এমন কোনো সন্ত্রাসবাদী হামলার সাহস করে, তাহলে তার মূল্য দিতে হবে অনেক বড়ো।
তিনি আরও জানান, ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ আপাতত স্থগিত করা হয়েছে, কিন্তু তা পুরোপুরি বন্ধ হয়নি। যে কোনো সময় আবার শুরু হতে পারে। প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, পাকিস্তান বহু বছর ধরে ভারতের ওপর ‘হাজার ক্ষতের নীতি’ চালানোর চেষ্টা করেছে, কিন্তু এই ষড়যন্ত্র কোনোদিনই সফল হবে না। ভারত এখন আর চুপ করে সহ্য করবে না।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/fjQi5VcSxPYuBhdXNzjj.jpg)
তিনি সেনা জওয়ানদের উদ্দেশ্যে বলেন, “আপনারা দেশের গর্ব। দেশের সীমান্তে আপনারা যে সাহসিকতা এবং নিষ্ঠা দেখাচ্ছেন, তার জন্য গোটা দেশ কৃতজ্ঞ। ভারত আজ এমন অবস্থানে রয়েছে, যেখানে আমরা প্রতিক্রিয়া নয়, প্রতিশোধের জন্য প্রস্তুত।”
এছাড়াও তিনি জানান, সন্ত্রাসবাদকে সমূলে ধ্বংস করতে ভারত তার সমস্ত শক্তি প্রয়োগ করবে এবং পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হবে যে, এক নতুন ভারত এখন নিজের নিরাপত্তার সঙ্গে কোনো রকম আপস করবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us