অপারেশন সিঁদুর শুধু ট্রেইলার, তবুও পাকিস্তান বুঝে গিয়েছে ভারতের ক্ষমতা! বিস্ফোরক রাজনাথ সিং

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, অপারেশন সিঁদুর ছিল কেবল একটি ট্রেইলার। তবুও সেই ট্রেইলারেই পাকিস্তান বুঝে গিয়েছে, ভারত যা করতে পারে, তার তুলনায় আর কিছু বলা জরুরি নয়।

author-image
Tamalika Chakraborty
New Update
rajnath singh fic.jpg

নিজস্ব সংবাদদাতা: ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ অপারেশন সিনদুর নিয়ে মন্তব্য করে বলেন, “যা ঘটেছে, তা ছিল কেবল একটি ট্রেইলার। কিন্তু সেই ট্রেইলারেই পাকিস্তান বুঝে গিয়েছে, যদি ভারত পাকিস্তানকে জন্ম দিতে পারে, তবে আমি আর কিছু বলার প্রয়োজন নেই ভারত আরও কী করতে পারে।”

rajnathhui3.jpg

তিনি আরও যোগ করেন, “এই অপারেশন পাকিস্তানকে একটি বার্তা দিয়েছে। ভারতের সামরিক শক্তি এবং কৌশলগত সক্ষমতা নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই। আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত।”

রাজনাথ সিংহের এই মন্তব্য ভারতীয় সামরিক সক্ষমতা ও কৌশল নিয়ে দেশের মধ্যে গৌরবের অনুভূতি বাড়িয়েছে। রাজনৈতিক ও সামরিক মহলেও এই বক্তব্যকে গুরুত্ব দিয়ে দেখছেন।