/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: সারদা চিটফান্ড কাণ্ডে বড় স্বস্তি পেলেন আইপিএস অফিসার রাজীব কুমার। তাঁর জামিনের বিরুদ্ধে CBI-এর করা আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার।
শুক্রবার সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, রাজীব কুমারের জামিন বাতিলের বিষয়ে এখনই কোনও হস্তক্ষেপ করবে না আদালত। CBI যে আবেদন করেছিল, তা আপাতত বাতিল করা হয়েছে। আদালত জানিয়েছে, ৮ সপ্তাহ পরে রাজীব কুমারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ শুনানি হবে। একই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধেও আদালত অবমাননার অভিযোগ ৮ সপ্তাহ পরই তোলা হবে।
এই সিদ্ধান্তের ফলে অন্তত আগামী দুই মাস রাজীব কুমারের বিরুদ্ধে কোনও তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।
স্মরণ করা যায়, সারদা কেলেঙ্কারির তদন্তে রাজীব কুমারের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলেছে। ২০১৯ সালে তিনি কলকাতার পুলিশ কমিশনার থাকার সময় সারদা মামলার তদন্তের নথি গোপন রাখার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই সূত্রেই CBI তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/OlLSUaPX6qFIko5zWLPs.jpg)
তবে রাজীব কুমারের পক্ষ থেকে জানানো হয়, তিনি আইন মেনেই কাজ করেছেন এবং কোনও গোপনীয়তা লঙ্ঘন করেননি।
CBI-এর তরফে দাবি ছিল, রাজীব কুমারের জামিন দেওয়া “অবৈধ” এবং তাঁর বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু আজ সুপ্রিম কোর্টের রায়ে আপাতত সেই আশঙ্কা দূর হলো।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, “এখনই আদালত অবমাননা মামলার শুনানি করা উপযুক্ত নয়। আট সপ্তাহ পরে বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।”
আইনি মহলে এই রায়কে রাজীব কুমারের পক্ষে বড় স্বস্তির সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। আদালত অবমাননা সংক্রান্ত অভিযোগে যদি ভবিষ্যতে নতুন মোড় আসে, তাহলে আবার শুরু হতে পারে তদন্তের নতুন অধ্যায়।
এই রায়ে রাজ্য প্রশাসনও আপাতত কিছুটা স্বস্তি পেল, কারণ রাজ্য সরকারের বিরুদ্ধেও আদালত অবমাননার শুনানি স্থগিত রাখা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us