নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের মন্ত্রী মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর বলেন, "গণতন্ত্রে প্রত্যেককে স্বাগত জানাই। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে স্বাগত। তবে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেছেন যে তার ভাইয়ের ভাবমূর্তি প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। আমরা তাঁকে বলতে চাই যে রাহুল গান্ধী যখন বিদেশে যান, তখন তাঁর ভারতের ভাবমূর্তি নিয়ে ভাবা উচিৎ। তাণর মা-বাবা ভাবতেন। কিন্তু ছেলে কেন অন্য পথে যাচ্ছে? তাঁকে তাঁর বোনের পথে ফিরিয়ে আনা উচিত।”
#WATCH | Jaipur, Rajasthan: "Everyone is welcome in democracy - be it Rahul or Priyanka, they too are welcome. But Priyanka ji says that attempts were made to impact her brother's image, we would like to tell her that when Rahul Gandhi goes abroad, he should think about the image… pic.twitter.com/ozQGPUtz9h
— ANI (@ANI) October 29, 2024
প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ওয়ানাড লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। চলতি বছরের লোকসভা কেন্দ্রে রাহুল গান্ধী এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। কিন্তু পাশাপাশি তিনি রায় বরেলি কেন্দ্র থেকেও জয়ী হন। তিনি ওয়ানাডের সাংসদের পদ ছেড়ে দেন। সেখানে উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us