স্কুল শিক্ষকের বিকৃত লালসা! ছাত্রীদের গোপন ভিডিও করে ধৃত, উত্তাল রাজস্থানের গ্রাম

রাজস্থানের সরকারি স্কুলের এক শিক্ষক ছাত্রীদের আপত্তিকর অবস্থায় ভিডিও তোলার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
rajasthan school

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের চিত্তৌড়গড় জেলার একটি সরকারি স্কুলের শিক্ষককে ছাত্রীদের ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও মোবাইল ফোনে রেকর্ড করার অভিযোগে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। অভিযুক্ত শিক্ষক শম্ভুলাল ঢাকড় চিত্তৌড়গড়ের বেগুন পঞ্চায়েত এলাকার আনভলহেদা স্কুলে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিক্ষক ছাত্রীদের গোপন ও অনভিপ্রেত মুহূর্ত ভিডিওতে ধারণ করছিলেন, যা জানতে পেরে চমকে ওঠেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়ে স্কুলে এসে হাজির হন অসংখ্য গ্রামবাসী। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে স্কুল চত্বর। বিক্ষুব্ধ জনতা স্কুলের মূল ফটক বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

child-rape

পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি স্কুলে পৌঁছান বেগুনের এসডিএম মনস্বী নরেশ, নায়েব তহসিলদার বিষ্ণুলাল যাদব এবং বেগুন থানার অফিসার শিবলাল মীনা। তাঁরা উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এই ঘটনায় শিক্ষা দফতরের ভূমিকা ও নজরদারি নিয়েও উঠেছে বড় প্রশ্ন। কীভাবে একজন শিক্ষক এতদিন এই ধরনের কাজ চালিয়ে গেলেন স্কুলের ভিতরে— তা নিয়েই ক্ষোভ উগরে দিচ্ছেন অভিভাবকরা। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তের মোবাইল বাজেয়াপ্ত করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।