/anm-bengali/media/media_files/2024/12/17/C0MGD7eMvkLmzMSIoMQd.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের কারাউলি জেলার হিন্দাউন সিটির লাচ্ছি রাম (৪২) এবং তাঁর স্ত্রী কুসুমলতা (৩৯) দিল্লির পথে যাচ্ছিলেন, তখন ঘটে অজানা গাড়ির ধাক্কা। সংঘর্ষের পর তারা গাড়িতে আটকে পড়েন। অভিযোগ, প্রায় ৮ ঘণ্টা কেউ সাহায্য করতে আসেনি। যদিও এনএইচএআই এবং স্থানীয় পুলিশ ক্রমাগত প্যাট্রোল চালায় এবং সিসিটিভি নজরদারি চালানোর দাবি জানিয়েছে।
পরিবার জানায়, স্থানীয় গ্রামবাসীরা পরের সকালে ৭.৩৮ মিনিটে ধ্বংসপ্রাপ্ত গাড়ি দেখতে পান এবং পুলিশকে খবর দেন। লাচ্ছি রামের চাচা নাহার সিংহ বলেন, “কীভাবে কেউ পুরো গাড়ি এবং দুইজন আহত মানুষকে দেখতে পারেননি? হয়তো তারা অবহেলায় ছিলেন, নয়তো প্যাট্রোল কাগজে চালানো হচ্ছিল।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
রামের বাবা দেবী সিংহ জানান, “এভাবে মারা যাওয়া উচিত ছিল না। আহত হলেও আমরা দেখভাল করতাম। কিন্তু সাহায্য না পেয়ে মারা যাওয়া অত্যন্ত কষ্টের। রাতভর ফোন করেছি, কেউ সাড়া দেয়নি। সকাল ৮টার পর পুলিশ জানায়, তারা মারা গেছেন।”
পরিবারের অভিযোগ, যদি সময়মতো সাহায্য পৌঁছাত, হয়তো এই মৃত্যু এড়ানো যেত। ঘটনায় দম্পতির পরিজনদের ক্ষোভ ও হতাশা চরমে পৌঁছেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us