নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রে 'রাজস্থানী সমাজ সম্মেলন' চলাকালীন, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেছেন, "২০১৪ সালের পরে দেশে যে ধরনের রূপান্তর ঘটেছে, আপনি (লোকে) তা দেখেছেন। ২০১৪ সালের আগে, প্রতিদিন দুর্নীতির ঘটনা ঘটত। কংগ্রেসের এই 'মহাথুগবন্ধন' হল দুর্নীতিবাজদের 'ঠগবন্ধন' যখন তারা আসে, তারা বিভিন্ন গুজব ছড়ায়, তারা মিথ্যা ও লুটপাট করে চলে।"
/anm-bengali/media/media_files/dVaTggyd1GznjDtP9jQM.jpg)
প্রতিদিন দুর্নীতির ঘটনা ঘটত দেশে! একী বললেন মুখ্যমন্ত্রী
রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালের আগে দেশে প্রতিদিন দুর্নীতির ঘটনা ঘটত।
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রে 'রাজস্থানী সমাজ সম্মেলন' চলাকালীন, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেছেন, "২০১৪ সালের পরে দেশে যে ধরনের রূপান্তর ঘটেছে, আপনি (লোকে) তা দেখেছেন। ২০১৪ সালের আগে, প্রতিদিন দুর্নীতির ঘটনা ঘটত। কংগ্রেসের এই 'মহাথুগবন্ধন' হল দুর্নীতিবাজদের 'ঠগবন্ধন' যখন তারা আসে, তারা বিভিন্ন গুজব ছড়ায়, তারা মিথ্যা ও লুটপাট করে চলে।"