সোনার চেনই ফাঁস করল রাজা হত্যার রহস্য! পুলিশের হাতে সব খুঁটিনাটি

মেঘালয়ে খুনের ঘটনায় মধ্যপ্রদেশ থেকে রাজা রঘুবংশীর সোনার চেন, ল্যাপটপ সহ একাধিক জিনিস উদ্ধার করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
meghalaya raja sonam


নিজস্ব সংবাদদাতা: রাজা রঘুবংশী খুনের ঘটনায়  বড় সাফল্য পেল মেঘালয় পুলিশ। মধ্যপ্রদেশের রতলামে বিশেষ অভিযান চালিয়ে খুন হওয়া রাজা রঘুবংশীর গুরুত্বপূর্ণ প্রমাণ উদ্ধার করেছে তদন্তকারী দল (SIT)। অভিযানে রাজার সোনার চেন ছাড়াও বেশ কয়েকটি ল্যাপটপ, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রী উদ্ধার হয়েছে। এই অভিযানকে ঘিরে মামলার তদন্তে নতুন মোড় আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া সম্পত্তি ব্যবসায়ী সিলম জেমসের বাড়িতে এই তল্লাশি চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় এসব প্রমাণ।

meghalaya

মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলার পুলিশ সুপার বিবেক সাইম জানিয়েছেন, উদ্ধার হওয়া এই সমস্ত প্রমাণ ২৩ মে-র চাঞ্চল্যকর খুনের মামলায় দিশা দেখাতে পারে। এই খুনের মূল অভিযুক্ত হিসেবে ইতিমধ্যেই রাজা রঘুবংশীর স্ত্রী সোনম রঘুবংশী এবং তার প্রেমিক রাজ কুশওয়াহার নাম উঠে এসেছে।

এই অভিযানে নেতৃত্ব দেন SIT-এর সাব-ইন্সপেক্টর অ্যান্থনি খংসিত এবং করণ পচুয়া। তাদের সঙ্গে সহায়তায় ছিল মধ্যপ্রদেশের আলকাপুরী থানার পুলিশ।

পুলিশ সূত্রের দাবি, এই অভিযান তদন্তের গতিকে তরান্বিত করবে এবং খুনের মোটিভ থেকে শুরু করে খুন-পরবর্তী লুকোচুরি— সবকিছুরই রহস্য আরও পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে।