/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: থানে জেলার মীরা রোড এলাকায় মারাঠি না বলার “অপরাধে” এক উত্তর ভারতীয় বয়স্ক রেস্তোরাঁ মালিককে মারধর করেছে রাজ ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) কর্মীরা। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দেশজুড়ে ক্ষোভ ও বিতর্কের ঝড় উঠেছে।
তিনজন এমএনএস কর্মী দোকান মালিককে ঘিরে মারাত্মকভাবে ভাষা নিয়ে জেরা করেন প্রথমে। তাঁরা বারবার জানতে চান, "তুমি মহারাষ্ট্রে থেকেও মারাঠি বলতে রাজি না কেন?" উত্তরে দোকানদার বলেন, “আমরা কেন মারাঠি বলবো?”
এই প্রশ্নের পরই এক এমএনএস কর্মী ক্ষিপ্ত হয়ে হুমকি দেন, “মার খাবি?” তখন দোকানদার জানান, তিনি মারাঠি জানেন না। তখনই এমএনএস কর্মীরা প্রশ্ন করেন, “তুই জানিস না কোন রাজ্যে কাজ করছিস আর এখানে কী ভাষা চলে?”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/02/bre-2025-07-02-07-58-25.jpg)
দোকানদার শান্তভাবে বলেন, “এখানে সব ভাষাই চলে।” এই উত্তর শুনে উত্তেজনার মাত্রা আরও বাড়ে এবং কথার লড়াই দ্রুত শারীরিক আক্রমণে রূপ নেয়। প্রকাশ্যে, বহু পথচারীর সামনে, এমএনএস কর্মীরা ওই বয়স্ক দোকানদারকে চড়-ঘুষি মারতে শুরু করে। কেউ এগিয়ে এসে তাঁকে বাঁচাতে দেখা যায়নি।
এই ঘটনার পরে রাজনৈতিক মহলে ভাষার রাজনীতি নিয়ে ফের প্রশ্ন উঠেছে। নাগরিকদের একাংশ প্রশ্ন তুলেছেন—এটাই কি ভারতের ভাষাগত বৈচিত্র্যের প্রতি সম্মান?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us