নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছে গোপন তথ্য পাচারের অভিযোগে হরিয়ানাভিত্তিক ইউটিউবার জ্যোতি মালহোত্রার গ্রেফতারির পরই এক ছবি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে জ্যোতি মালহোত্রা হিসেবে দাবি করে চাঞ্চল্য ছড়ায় নেটমাধ্যমে। লেখা হয়, "পাক গুপ্তচরের সঙ্গে রাহুল গান্ধীর ঘনিষ্ঠতা?"
/anm-bengali/media/media_files/a866UlF2vSO4Dq7zYJaY.jpg)
অনেকে সরাসরি প্রশ্ন তোলেন— "গোপন তথ্য পাচারকারী ইউটিউবারের সঙ্গে রাহুল গান্ধীর (Rahul Gandhi) কী সম্পর্ক?" কেউ কেউ অভিযোগ করেন, রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত এক ব্যক্তির সঙ্গে কীভাবে দেশের প্রধান বিরোধী নেতার (Rahul Gandhi) ছবি থাকতে পারে।
কিন্তু তদন্তে উঠে আসে অন্য চিত্র। রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ওই ছবি বহু পুরনো এবং সেটি ২০১৭-১৮ সালের সময়কালের। আসল ছবিতে রাহুল গান্ধীর পাশে থাকা মহিলাটি হলেন কংগ্রেস নেত্রী অদিতি সিং, যিনি সে সময় একই ধরনের শাড়িতে ছিলেন। সেই ছবি তিনি নিজেই ২০১৭ সালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us