/anm-bengali/media/media_files/CvWWPWiQnzHa7pLeKEDI.jpg)
নিজস্ব সংবাদদাতা: কেরালার একটি জনসভাতে ভাষণ দিতে গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, "প্রধানমন্ত্রী বলেন, 'এক জাতি, এক ভাষা, এক নেতা।' আর কেরালার মানুষ মালায়লাম ভাষায় কথা বলেন। মালায়লাম শুধু একটি ভাষা নয়, কেরালার মানুষের প্রাণ। ভারতে একটাই ভাষা থাকা উচিত- এই কথা বলার অর্থ রাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্যের অপমান। ভারত হল ফুলের তোড়ার মতো। বিভিন্ন ভাষা, ধর্ম, ঐতিহ্য এবং ইতিহাস, সব একত্রিত হয়ে রয়েছে। একে অপরকে সমর্থন করে এবং একে অপরকে আরও সুন্দর করে তোলে। এটা দুঃখের বিষয় যে প্রধানমন্ত্রী ভারতের প্রকৃতি বোঝেন না। তিনি বুঝতে ব্যর্থ হন যে আমাদের একাধিক ভাষা, বৈচিত্র্যময় ঐতিহ্য এবং বৈচিত্র্যময় ধর্ম আমাদের সবচেয়ে বড় শক্তি। এটা দেখা তার পক্ষে কঠিন কারণ তার একমাত্র অন্বেষণ সর্বদা ক্ষমতায় থাকা।"
/anm-bengali/media/media_files/UgUiFRX8FekpDZeJ2Sh0.jpg)
The Prime Minister says, 'One Nation, One Language, One Leader.' And the people of Kerala speak Malayalam. Malayalam is not just a language but the soul of the people of Kerala.
— Congress (@INCIndia) April 15, 2024
To say that there should be only one language in India is an insult to the history and tradition of… pic.twitter.com/y9Fi7LOIyE
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us