New Update
/anm-bengali/media/media_files/vMP6pvtm9PNRO9t1tbAE.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভারতীয় জনতা পার্টির সাংসদদের ভুয়া হিন্দু বলে উল্লেখ করেন লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। তাঁর বক্তব্যের বিরুদ্ধে বিজেপি সদস্যরা স্লোগান দিতে থাকেন।
লোকসভায় বাজেট বিতর্কের সময় বক্তব্য রাখেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। বিজেপি সরকারের ট্যাক্স চরমপন্থার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে রাহুল বলেন, মধ্যরাতে আয়কর ও জিএসটি দফতর থেকে ছোট-বড় উদ্যোক্তাদের ফোন আসছে।
/anm-bengali/media/media_files/s5pyD9bgSVEEZWD9Y3hi.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us