/anm-bengali/media/media_files/5mtJ5jJJdt8hmYjTCH3U.jpg)
নিজস্ব সংবাদদাতা: রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে তীব্র ভাষায় মোদী সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। টুইট করে তিনি লেখেন, ভারতীয় রেলের প্রতিটি শ্রেণির জন্য 'গারিবো কি সাওয়ারি' ভাড়া বাড়ানো হয়েছে। এমনকী বয়স্কদের জন্য যে ভাড়া ছাড় দেওয়া হয়েছিল তাও বাতিল করা হয়েছে। প্লাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়েছে। রেল বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 'সেলফি স্ট্যান্ড' বানানোর জন্য জনগণের কষ্টার্জিত টাকা থেকে কি এই টাকা ছিনিয়ে নেওয়া হচ্ছে? ভারতের মানুষ কী চায়? সস্তায় গ্যাস সিলিন্ডার এবং সহজ রেল ভ্রমণ নাকি 'শাহেনশাহের মূর্তির সঙ্গে' ছবি?"
‘गरीबों की सवारी’ भारतीय रेल के हर वर्ग का किराया बढ़ाया गया,
— Rahul Gandhi (@RahulGandhi) December 30, 2023
किराए में बुजुर्गों को मिलने वाली छूट तक खत्म कर दी गयी,
प्लेटफार्म टिकट के दाम बढ़ाए गए,
निजीकरण के द्वार खोल दिये गए
जनता की मेहनत की कमाई से निचोड़ा जा रहा यह पैसा क्या ‘सेल्फी स्टैंड’ बनाने के लिए था?
भारत… pic.twitter.com/avjCFQ731U
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us