“আমি নিজে প্ল্যান করেছিলাম”— স্বীকারোক্তি বাবার, রাধিকা খুনে নড়ে উঠল গোটা দেশ

রাগের মাথায় নয় পরিকল্পনা করেই রাধিকা যাদবকে খুন করেছিলেন তাঁর বাবা।

author-image
Tamalika Chakraborty
New Update
tennis player


নিজস্ব সংবাদদাতা: গুরগাঁওয়ে ঘটে গেল এক হৃদয়বিদারক পারিবারিক হত্যাকাণ্ড। রাজ্যস্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে গুলি করে খুন করেছেন তার নিজের বাবা, দীপক যাদব। ঘটনার তদন্তে নেমে শুক্রবার গুরগাঁও পুলিশ জানিয়েছে, এটি কোনও হঠাৎ রাগের বহিঃপ্রকাশ নয়, বরং এক ঠাণ্ডা মাথায় পরিকল্পিত হত্যাকাণ্ড।

বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে নিজের বাড়িতেই রাধিকাকে গুলি করেন দীপক যাদব। পুলিশের পক্ষ থেকে গুরগাঁওয়ের জনসংযোগ আধিকারিক সন্দীপ কুমার জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় দীপক স্বীকার করেন যে তিনি এই হত্যাকাণ্ড আগেই পরিকল্পনা করেছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালেই দীপক সাধারণত নিজেই দুধ কিনতে যেতেন, কিন্তু ওইদিন তিনি ছেলেকে বাজারে পাঠান।রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট তৈরির সময় নিজের মেয়েকে একের পর এক চারটি গুলি করেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাধিকার।

tennis a

তদন্তে উঠে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ দিক—দীপক যাদব মেয়ের পছন্দের সঙ্গীকে মেনে নিতে পারছিলেন না। ওয়াজিরাবাদের পুরনো এক প্রতিবেশী জানান, এই সম্পর্ক নিয়ে দীপকের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল।

অভিযোগের ভিত্তিতে দীপক যাদবকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার পর গোটা এলাকায় শোক ও চমকের ছায়া নেমে এসেছে।