New Update
/anm-bengali/media/media_files/2025/01/13/RJ19Bpnn9VwvimyULJMv.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ফের পাঞ্জাব থেকে আটক করা হল পাকিস্তানের দুই গুপ্তচরকে। এই দুই গুপ্তচরের সঙ্গে দিল্লিতে পাকিস্তান দূতাবাসের দুই আধিকারিকের সঙ্গে যোগ ছিল বলে অভিযোগ উঠেছে। পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব বলেন, ধৃত দুই জনের ভারতীয়। এই দুই ব্যক্তি অর্থের বিনিময়ে তাদের পাকিস্তানি হ্যান্ডেলারদের সেনাবাহিনী সম্পর্কে গোপন তথ্য ফাঁস করতো। এই বিষয়ে পাঞ্জাব পুলিশের কাছে প্রমাণ রয়েছে। /anm-bengali/media/media_files/2025/05/03/UObETAjF1XdUqIBVS9LO.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us