/anm-bengali/media/media_files/2025/09/05/punjab-flood-2025-09-05-12-36-10.jpg)
নিজস্ব সংবাদদাতা: লুধিয়ানা জেলার পূর্ব দিক দিয়ে বয়ে যাওয়া সতলজ নদীর জলের চাপ হঠাৎ বেড়ে যাওয়ায় বড় বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন জানিয়েছে, শক্তিশালী স্রোতের ধাক্কায় একটি বাঁধে প্রবল চাপ পড়েছে। বাঁধটি যদি আর টিকতে না পারে, তাহলে একাধিক গ্রাম প্লাবিত হয়ে যাবে।
যে গ্রামগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তার মধ্যে আছে সসরালি, বুন্ট, রাওয়াত, হাওয়াস, সীরা, বুথগড়, মঙ্গলী টান্ডা, ধেরি, খোয়াজকে, খাসসি খুর্দ, মঙ্গলী কাদর, মাথেওয়াড়া, মঙ্গট এবং মহারবান।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/fFKZz90doRI0vHE3whyV.jpg)
প্রশাসন ইতিমধ্যেই গ্রামবাসীদের সতর্ক করেছে। যারা একতলা বা নিচু জায়গায় থাকেন, তাঁদের বলা হয়েছে প্রয়োজনে উপরের তলায় উঠতে বা নিরাপদ জায়গায় চলে যেতে। শিশু, বয়স্ক এবং অসুস্থ মানুষদের আগে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জরুরি অবস্থার জন্য লুধিয়ানার বিভিন্ন জায়গায় উদ্ধারকেন্দ্র খোলা হয়েছে। রাহোঁ রোডের (ঘোশনগড়), চণ্ডীগড় রোড এবং টিব্বা রোডের ‘সৎসঙ্গ ঘর’-এ আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। এছাড়াও কৈলাশ নগর, খাসসি কালান, ভুখরি ও মাথেওয়াড়ার স্কুল এবং মন্ডিতে অস্থায়ী শিবির গড়ে তোলা হয়েছে।
প্রশাসনের তরফে সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র যেন জলরোধী ব্যাগে রাখা হয় এবং দ্রুত প্রয়োজনে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়া হয়। নদীর স্রোত যেভাবে বাড়ছে, তাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us