প্রতিদিন ২০০ ফোন, বাড়িতে হানা, অপমান—ঋণের চাপে মৃত্যু দম্পতির!

এক মাসের কিস্তি একটু দেরিতে হওয়ায় ব্যাংকের তরফে তীব্র অপমান, আত্মঘাতী হলেন পঞ্জাবের দম্পতি।

author-image
Tamalika Chakraborty
New Update
hand-dead-victim-woman-covered-600nw-

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবের লুধিয়ানায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ব্যাংকের ঋণ আদায়ের চাপে আত্মহত্যা করলেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে লুধিয়ানার গান্ধীনগর মার্কেটে, যেখানে নিজের দোকানে বিষ খেয়ে আত্মঘাতী হন যশবীর সিংহ (৬০) ও তাঁর স্ত্রী কুলদীপ কৌর (৫৯)।

তাঁদের ছেলে জানান, ব্যবসা চালাতে গিয়ে তাঁরা একটি বেসরকারি ব্যাংক থেকে প্রায় ২.৩৫ কোটি টাকার ‘লোন এগেইনস্ট প্রপার্টি’ (LAP) নিয়েছিলেন। তাঁরা নিয়মিতভাবে ৫৫টি কিস্তি দিয়েছেন। কিন্তু সম্প্রতি এক মাসের কিস্তি একটু দেরিতে হওয়ায় ব্যাংকের তরফে ভয়ঙ্কর মানসিক চাপ ও হুমকি শুরু হয়।

dead

ছেলের দাবি, প্রতিদিন তাঁদের ফোনে ২০০-রও বেশি কল আসত। শুধু তাই নয়, ব্যাংকের রিকভারি এজেন্টরা তাঁদের অনুসরণ করত, পথেঘাটে অপমান করত। এমনকি কিছুদিন আগেই হারবান্সপুরার বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। ছেলেটি বাধা দিতে গেলে তাকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

এই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে, শেষমেশ নিজের দোকানে বিষ খেয়ে প্রাণ দেন দম্পতি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এখন প্রশ্ন উঠছে—ঋণের সামান্য বিলম্বে এত নিষ্ঠুর মানসিক নির্যাতন কেন? এবং কাদের দায় এই দুই প্রাণ হারানোর জন্য?