‘দৃশ্যম’-এর প্লট কপি করে হত্যাকাণ্ড! স্ত্রীকে খুন, দেহ পুড়িয়ে ছাই ছড়াল স্বামী, শেষে নিজেই ফাঁসাল নিজেকে

পুণেতে স্ত্রীকে খুন করে দেহ পুড়িয়ে ছাই ছড়িয়ে দেয় স্বামী, তারপর থানায় গিয়ে ‘নিখোঁজ’ নাটক! ‘দৃশ্যম’ দেখে সাজানো সেই ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস করল পুলিশ। প্রেমিকা, প্রতারণা আর সিনেমার ছকে তৈরি হত্যাকাণ্ডে স্তম্ভিত দেশ।

author-image
Tamalika Chakraborty
New Update
arrested 123

নিজস্ব সংবাদদাতা: চলচ্চিত্রের গল্পও হার মানবে বাস্তবের এই রোমহর্ষক কাহিনিকে! পুণেতে এক ব্যক্তি ‘দৃশ্যম’ সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে খুন করল নিজের স্ত্রীকে। এরপর দেহ পুড়িয়ে ছাই ছড়িয়ে দিল নদীতে, আর পুলিশকে দিতে লাগল নাটকীয় বিভ্রান্তি। কিন্তু শেষ পর্যন্ত ফাঁস হয়ে গেল তারই সাজানো কাহিনি।

ঘটনা মহারাষ্ট্রের পুণের শিভানে এলাকার। অভিযুক্তের নাম সমীর যাধব, বয়স আনুমানিক চল্লিশ। তাঁর স্ত্রী অঞ্জলি সমীর যাধব (৩৮) স্থানীয় এক বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। ২০১৭ সালে তাদের বিয়ে হয়, দুই সন্তানও রয়েছে—একজন তৃতীয় শ্রেণি, অন্যজন পঞ্চম শ্রেণিতে পড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ অক্টোবর স্ত্রীকে নতুন গুদাম দেখানোর নাম করে একটি ভাড়া নেওয়া গুদামে নিয়ে যায় সমীর। সেখানেই গলা টিপে খুন করে অঞ্জলিকে। খুনের আগেই সে জায়গাটায় লোহার তৈরি একটি অস্থায়ী চুল্লি বানিয়ে রেখেছিল, যেন দেহ পুড়িয়ে প্রমাণ নষ্ট করা যায়।

dead

খুনের পর দেহটি সেই চুল্লিতে পুড়িয়ে ছাই নদীতে ছড়িয়ে দেয় সমীর। এরপর থানায় গিয়ে জানায়, তার স্ত্রী “হারিয়ে গিয়েছে”! এমনকি প্রায় প্রতিদিনই পুলিশ স্টেশনে গিয়ে কাঁদত, “দয়া করে আমার স্ত্রীকে খুঁজে দিন।” তবে তার অতিরিক্ত আগ্রহই সন্দেহের কারণ হয় পুলিশের। তদন্তে জানা যায়, অঞ্জলির মোবাইল থেকেই সমীর নিজে নিজের বন্ধুকে “আই লাভ ইউ” মেসেজ পাঠায়, যাতে বোঝানো যায় স্ত্রী অন্য সম্পর্কে জড়িত ছিলেন। পরে সেই মেসেজের জবাবও নিজে দেয়, যেন মিথ্যে ‘প্রমাণ’ তৈরি হয়।

তদন্তে আরও বেরিয়ে আসে, অঞ্জলির নয়, বরং সমীরেরই অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। তাই সেই সম্পর্ক আড়াল করতেই পরিকল্পনা করেছিল স্ত্রী খুনের। পুলিশের ডেপুটি কমিশনার সম্ভাজি কদম জানিয়েছেন, “সমীর যাধবের প্রশ্ন ও আচরণে আমাদের সন্দেহ হয়। টেকনিক্যাল অ্যানালাইসিস ও সিসিটিভি ফুটেজের মাধ্যমে গোটা রহস্য উন্মোচিত হয়।”

এই ঘটনা এখন গোটা পুণেতে চাঞ্চল্য ছড়িয়েছে। একাধিক নেটিজেন লিখেছেন—‘দৃশ্যম’ এবার বাস্তবে ঘটল, কিন্তু সিনেমার মতো শেষটা সুখকর হয়নি খুনির জন্য।