/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: উত্তর প্রদেশের কানপুরে এক ছাত্রকে নির্মমভাবে মারধর ও গালিগালাজ করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসারকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে প্রশাসন।
ভিডিওটি কানপুরের কিদওয়াই নগর আউটপোস্টে তোলা। সেখানে দেখা যায়, আউটপোস্ট ইনচার্জ অমিত বিক্রম ত্রিপাঠী এক ছাত্রকে বেধড়ক পেটাচ্ছেন ও গালাগালি করছেন, এমনকি হুমকি দিচ্ছেন যে তিনি ছেলেটিকে “অজ্ঞান করে ফেলবেন”।
ভিডিওর শুরুতে ছাত্রটিকে বলতে শোনা যায়, “আপনি আমাকে টানছেন কেন? আমার দোষ কী?” — এই প্রশ্নের উত্তরে ত্রিপাঠী রাগে ফেটে পড়েন এবং বারবার গালাগালি ও মারধর শুরু করেন। পরে ভিডিওতে দেখা যায়, তিনি ছাত্রটিকে লাথি মারছেন, ঘুষি দিচ্ছেন, আর আশেপাশের কয়েকজন ব্যক্তি মোবাইলে সেই দৃশ্য রেকর্ড করছেন।
ঘটনাটি শুরু হয়েছিল যখন ওই ছাত্র মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিল, তখন পুলিশ তাকে থামিয়ে বাইকটি জব্দ করে। ছাত্ররা এরপর প্রশ্ন তোলে কেন এমন পদক্ষেপ নেওয়া হলো, তখনই আউটপোস্ট ইনচার্জ ও এক কনস্টেবল তাদের গালাগালি করে ও থাপ্পড় মারতে শুরু করেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/06/kanpur-police-2025-10-06-19-12-18.png)
পরে ছাত্ররা অভিযোগ করে বলেন, তারা নিজেদের ভুল স্বীকার করেছিল, তবুও তাদের অপমান ও নির্যাতন করা হয়েছে। ভিডিওতে ত্রিপাঠীকে বলতে শোনা যায় —
“আমি কারও ভয় পাই না!” — যা আরও ক্ষোভ উসকে দেয় সোশ্যাল মিডিয়ায়।
পুলিশ প্রশাসন জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত অফিসার অমিত বিক্রম ত্রিপাঠীকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us