সংবিধান সংশোধন না হলে থামবে না আন্দোলন, স্পষ্ট বার্তা ‘Gen Z’র

রাজনৈতিক নেতাদের সম্পত্তির তদন্তের দাবি বিক্ষোভকারী তরুণদের।

author-image
Tamalika Chakraborty
New Update
nepal protest ab

নিজস্ব সংবাদদাতা: নেপালে চলমান যুব আন্দোলন বা ‘Gen Z’ বিক্ষোভকারীরা স্পষ্টভাবে জানিয়েছে তাদের দাবি। তারা বলছে— দেশের সংবিধান পুনর্লিখন বা সংশোধন করতে হবে, আর গত তিন দশকে রাজনীতিবিদ ও প্রভাবশালী মহল যে বিপুল সম্পত্তি লুট করেছে তার সম্পূর্ণ তদন্ত করতে হবে।

nepal protest

কাঠমান্ডুর রাস্তায় হাজার হাজার তরুণ এই দাবিতে স্লোগান দিচ্ছে। তাদের অভিযোগ, দুর্নীতি ও ক্ষমতার দাপটে নেপালের সাধারণ মানুষ বঞ্চিত থেকেছে, আর রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে রাষ্ট্রের সম্পদ লুট করেছে।

প্রতিবাদকারীদের স্পষ্ট বার্তা— যদি সংবিধানে পরিবর্তন আনা না হয় এবং দুর্নীতির হিসাব না চাওয়া হয়, তাহলে আন্দোলন আরও জোরদার হবে।