ফুটবলের বল গড়িয়েছিল প্রোমোটারের ফ্ল্যাটে, কিশোরদের বাঁশপেটা! গ্রেফতার প্রোমোটার

কিশোরদেরকে বাঁশ দিয়ে পিটিয়ে গ্রেফতার হলেন প্রোমোটার।

author-image
Tamalika Chakraborty
New Update
Arrest

নিজস্ব সংবাদদাতা: ফের শহরে প্রোমোটারের দাদাগিরি! ঘটনাস্থল দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক। অভিযোগ, ফুটবল খেলতে গিয়ে বল এক প্রোমোটারের ফ্ল্যাটে চলে গেলে তা আনতে গিয়েই চরম হেনস্তার শিকার হয় কয়েকজন কিশোর। প্রোমোটারের বিরুদ্ধে বাঁশ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর জখম দুই কিশোর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পার্কের মাঠে খেলছিল কিছু কিশোর। খেলার সময় বল গিয়ে পড়ে এক বহুতলের ফ্ল্যাটে, যেখানে থাকেন অভিযুক্ত প্রোমোটার। সেই বল ফেরত চাইতেই তিনি রেগে গিয়ে কিশোরদের উপর চড়াও হন বলে অভিযোগ। বাঁশ দিয়ে মারধর করা হয় কিশোরদের—যার ফলে দু’জনকে হাসপাতালে নিয়ে যেতে হয়।

Bangladeshi Arrested

ঘটনার পরে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই প্রোমোটারকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অনেকেই এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় ও ভয়ংকর বলে মন্তব্য করেছেন।