"আমার সন্তান কোথায়?" — অবশেষে ইরান থেকে ফিরছে ভারতীয় ছাত্রছাত্রীরা, সরকার শুরু করল উদ্ধার অভিযান

ভারতীয়দের ছাত্রদের ইরান থেকে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু।

author-image
Tamalika Chakraborty
New Update
iran

নিজস্ব সংবাদদাতা: ইরান-ইজরায়েল সংঘাতের আবহে উদ্বেগজনক পরিস্থিতি। এর মধ্যেই ভারতীয় ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল ভারত সরকার। সোমবার থেকেই শুরু হয়েছে ইরানে থাকা ভারতীয় ছাত্রদের আর্মেনিয়া রুটে নিরাপদে উদ্ধার কাজ।

এই সিদ্ধান্ত এসেছে মাত্র কয়েক ঘণ্টা পরেই, যখন ভারত সরকার আশ্বাস দিয়েছিল যে, তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস ছাত্রদের নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক নজরে রাখছে।

এদিন আরও এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ইজরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফ্রিন ভারতের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, ভারতীয় ছাত্রদের নিরাপদে ইরান থেকে সরিয়ে আনার প্রক্রিয়ায় ইজরায়েল সম্পূর্ণভাবে সাহায্য করবে।

missile attack

এদিকে, তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস শিরাজ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে যাতে ভারতীয় ছাত্রছাত্রী ও ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের দ্রুত সরিয়ে আনার প্রক্রিয়া সহজ হয়।

চলমান পরিস্থিতির উপর নজর রেখেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক উদ্বিগ্ন পরিবার ও অভিভাবকরা। ইরানে পড়াশোনা করতে যাওয়া বহু ভারতীয় ছাত্রছাত্রী বর্তমানে উত্তেজনা-পূর্ণ অঞ্চলে রয়েছেন। তাঁদের নিরাপদে দেশে ফেরানো এখন সরকারের প্রথম অগ্রাধিকার বলেই মনে করা হচ্ছে।