/anm-bengali/media/media_files/d2AGNq9k7DgHwohDS9rL.jpg)
নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবিকে সরাসরি খারিজ করলেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। সোমবার লোকসভায় দেওয়া মোদীর বক্তব্যে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নেহরু ও নেতাজির চিঠির কেবল একটা অংশ তুলে ধরেছেন, আর বাকি গুরুত্বপূর্ণ অংশ আড়াল করেছেন।
প্রিয়ঙ্কা জানান, ১৯৩৭ সালে জওহরলাল নেহরু যে চিঠি সুভাষচন্দ্র বসুকে লিখেছিলেন, সেখানে স্পষ্ট বলা আছে—‘বন্দে মাতরমের বাকি স্তবক নিয়ে আপত্তি আসলে সাম্প্রদায়িক শক্তির তৈরি করা।’ তাঁর অভিযোগ, এই লাইন প্রধানমন্ত্রী মোদী ইচ্ছে করেই উল্লেখ করেননি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/15/pm-modi-2025-08-15-12-32-14.jpg)
এর আগে লোকসভায় মোদী দাবি করেছিলেন, নেহরু জিন্নার আপত্তিকে মান্যতা দিয়েছিলেন এবং নেতাজিকে জানিয়েছিলেন যে ‘বন্দে মাতরম্’-এর পটভূমি মুসলিমদের প্ররোচিত করতে পারে। মোদী বলেন, নেহরু নাকি লিখেছিলেন—‘আমি গানটির পটভূমি পড়েছি, এবং তা সত্যিই মুসলিমদের আহত করতে পারে।’
প্রিয়ঙ্কা গান্ধী প্রশ্ন তোলেন, যখন সাংবিধানিক সভায় ‘বন্দে মাতরম্’ গৃহীত হয়, তখন উপস্থিত ছিলেন ড. বি. আর. আম্বেদকর ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি জানতে চান, যদি এত আপত্তি থাকত, তবে সেই সভায় তাঁরা কেন প্রতিবাদ করেননি।
এই মন্তব্যের পর আবারও তীব্র রাজনৈতিক লড়াই মাথা তুলেছে দিল্লির অন্দরে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us