গাজায় ৬০ হাজার মৃত্যু, ইসরায়েলকে ‘গণহত্যা’র অভিযোগ প্রিয়াঙ্কার

প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করলেন।

author-image
Tamalika Chakraborty
New Update
priyanka sad.jpg

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা গাজায় হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ইসরায়েলকে “গণহত্যা”র অভিযোগে অভিযুক্ত করেন এবং বলেন, ফিলিস্তিনিরা ভয়াবহ কষ্টে থাকলেও ভারত সরকার নীরব রয়েছে।

তিনি দাবি করেন, গাজায় এখন পর্যন্ত ৬০,০০০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৮,৪৩০ শিশু। এছাড়া আল জাজিরার ৫ জন সাংবাদিককে লক্ষ্য করে হামলায় হত্যা করাকে তিনি “ঘৃণ্য অপরাধ” বলে উল্লেখ করেন। প্রিয়াঙ্কার কথায়, নীরবতা ও নিষ্ক্রিয়তার মাধ্যমে এমন ঘটনার সুযোগ করে দেওয়াও “এক ধরনের অপরাধ”।

Gaza

অন্যদিকে, ইসরায়েলি দূতাবাসের রাষ্ট্রদূত রিউভেন আজার এই অভিযোগ প্রত্যাখ্যান করে একে “লজ্জাজনক প্রতারণা” বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, ইসরায়েল ২৫,০০০ হামাস যোদ্ধাকে হত্যা করেছে এবং সাধারণ মানুষের মৃত্যুর জন্য হামাসকে দায়ী করেন, কারণ তারা “নাগরিকদের আড়ালে লুকিয়ে” যুদ্ধ চালাচ্ছে এবং সাহায্য পৌঁছাতে বাধা দিচ্ছে।

রাষ্ট্রদূত আরও বলেন, ইসরায়েল গাজায় দুই মিলিয়ন টন খাদ্য সরবরাহ করেছে এবং গণহত্যার অভিযোগ অস্বীকার করে মানুষকে “হামাসের দেওয়া সংখ্যা বিশ্বাস না করতে” আহ্বান জানান।