গুজরাতে আক্রমণের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা বলেন, "সত্যকে চেনানো আমাদের দায়িত্ব। আপনি এই মুহূর্তে যা জীবন যাপন করছেন তা হল সত্য। গত ১০ বছরে যদি আপনার জীবনের কিছু উন্নতি হয়নি।"

author-image
Tamalika Chakraborty
New Update
priyanka gandhiiw2.jpg

নিজস্ব সংবাদদাতা: গুজরাতের একটি নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা বলেন, "সত্যকে চেনানো আমাদের দায়িত্ব। আপনি এই মুহূর্তে যা জীবন যাপন করছেন তা হল সত্য। গত ১০ বছরে যদি আপনার জীবনের কিছু উন্নতি হয়নি। তবে আপনি যদি আগামী পাঁচ বছরের জন্য আবারও প্রধানমন্ত্রী মোদীকে বেছে নেন,  জীবনের কিছুই পরিবর্তন হবে না। আপনি যেখানেই  আছেন  সেখানেই থাকবেন। দেশের বেকারত্ব বাড়বে এবং ১২০০ টাকা গ্যাস সিলিন্ডারের দাম শুধু নির্বাচনের আগেই কমেছে।" 

modi pm kopp.jpg

 tamacha4.jpeg