“বাটলা হাউস নয়, মা কেঁদেছিলেন বাবার মৃত্যুর দিন!” — অমিত শাহকে তুলোধোনা করে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার বিস্ফোরক বার্তা

অমিত শাহের কটাক্ষের তীব্র জবাব দিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।

author-image
Tamalika Chakraborty
New Update
priyanka sad1.jpg

নিজস্ব সংবাদদাতা: লোকসভায় বক্তৃতা দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের ২০০৮ সালের বাটলা হাউস এনকাউন্টারের প্রসঙ্গ তোলেন। তিনি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, “সোনিয়া গান্ধী সেই জঙ্গিদের জন্য কেঁদেছিলেন, যারা বাটলা হাউসে এনকাউন্টারে মারা পড়েছিল।”

এই মন্তব্যের তীব্র জবাব দেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “আমার মায়ের চোখের জল তখন ঝরেছিল, যখন জঙ্গিরা আমার বাবাকে শহিদ করেছিল।” প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে অমিত শাহকে নিশানা করেন প্রিয়াঙ্কা।

priyanka sad.jpg

তিনি আরও বলেন, “যারা জঙ্গিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের দেশভক্তি নিয়ে প্রশ্ন তোলার আগে একবার ভাবা উচিত। মিথ্যা প্রোপাগান্ডা আর রাজনৈতিক সুবিধার জন্য এভাবে কারও ব্যক্তিগত ক্ষতকে টেনে আনা অনুচিত।”

সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার এই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়। রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। একদিকে বিজেপি বাটলা হাউস কাণ্ডকে বারবার রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরছে, অন্যদিকে কংগ্রেস তাদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলছে।

এই বিতর্কের প্রেক্ষিতে লোকসভায় অমিত শাহ ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরার কথার লড়াই ঘিরে দেশজুড়ে ফের উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।