অপারেশন সিঁদুর কোনও অভিযানের নাম নয়, ভারতীয়দের আবেগের নাম! কী বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অপারেশন সিঁদুর কোনও অভিযানের নাম নয়, ভারতীয়দের আবেগের নাম।

author-image
Tamalika Chakraborty
New Update
pm modi  vocie

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুললেন। পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী পরিকাঠামোকে লক্ষ্য করে চালানো এই অভিযানের পরে এটাই ছিল তাঁর প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ। সেখানে প্রধানমন্ত্রী বলেন, ‘‘অপারেশন সিঁদুর শুধুমাত্র একটি নাম নয়, এটি কোটি কোটি ভারতবাসীর আবেগের প্রতিফলন। এটি ন্যায়ের এক অটুট অঙ্গীকার।’’

তিনি জানান, ৬ মে রাত থেকে ৭ মে সকালের মধ্যে গোটা বিশ্ব দেখেছে কীভাবে এই অঙ্গীকার বাস্তবে পরিণত হয়েছে। সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রশংসা করে মোদী বলেন, ‘‘এই বীরত্ব আমি উৎসর্গ করছি দেশের প্রতিটি মা, বোন এবং কন্যার উদ্দেশে।’’

indian army

পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। আজ প্রত্যেক সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদী সংগঠন জানে, আমাদের বোনেদের কপাল থেকে সিঁদুর মুছে ফেলার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে।” এই ভাষণে প্রধানমন্ত্রী ভারতের নিরাপত্তা ও প্রতিরক্ষার প্রশ্নে সরকার যে কোনওরকম আপস করবে না, তা স্পষ্ট করে দেন।