মোদী এই অভিযানের নাম রাখেন 'অপারেশন সিঁদুর'! কারণ জানেন কী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের নাম দেন 'অপারেশন সিঁদুর'।

author-image
Tamalika Chakraborty
New Update

নিজস্ব সংবাদদাতা: ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক নিহত হয়েছিলেন। পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করা হয়েছিল।  আতঙ্কের অভিজ্ঞতা বলতে গিয়ে পহেলগাঁওয়ে প্রিয়জন হারানো মানুষগুলো বলেন, কপালে সিঁদুর দেখার পরেই তাঁদের স্বামীদের হত্যা করে জঙ্গিরা। এই হামলার পর থেকে রাগে ফুঁসতে থাকে প্রতিটা ভারতীয়। ভারতের সেনাবাহিনী এর উত্তর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে দেয়। এই অভিযানের নাম দেওয়া হয়েছে, 'অপারেশ সিঁদুর'। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের নাম ঠিক করেন। 'অপারেশন সিঁদুর' সফল হওয়ার পরেই প্রতিক্রিয়া দেখান পহেলগাঁওয়ে নিহত বিনয় নরওয়ালের বাবা রাজেশ নরওয়াল। নিহত নৌসেনা আধিকারিকের বাবা বলেন, "ভারত সরকার সঠিক পদক্ষেপ করেছে। এই স্ট্রাইক মনে রাখবে ওরা। অভিযানের নামও একেবারে যথার্থ। এই পদক্ষেপে ২৬টি পরিবার বিচার পাবে।" নিহত নৌসেনা আধিকারিকের স্ত্রী বলেন, "স্বামীকে আসল শ্রদ্ধার্ঘ জানানো হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। উনি কথা রেখেছেন। আমার স্বামী যেখানেই থাকুক, আজ শান্তি পাবে।"


pm modi...