রাজস্থান সীমান্তে বিমানঘাঁটি হামলার চেষ্টা পাকিস্তানের! বিকানেরে জনসভা থেকে পড়শি দেশকে কী বার্তী দেবেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার বিকানের যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Tamalika Chakraborty
New Update
Modi


নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাজস্থানের বিকানের সফরে যাবেন। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, "পাকিস্তান পশ্চিম রাজস্থানের সীমান্তে অবস্থিত বিমানঘাঁটিতে ড্রোনের মাধ্যমে আক্রমণ করার চেষ্টা করেছিল। এতে নাল বিমানঘাঁটিরও উল্লেখ ছিল। তাই কৌশলগত দিক থেকেও এই স্থানটি গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী আগামীকাল এখানে আসছেন, এরপর তিনি দেশনোকে যাবেন যেখানে তিনি করণী মাতার মন্দিরে পূজা করবেন। পালানায় একটি জনসভা হবে এবং সেখান থেকে প্রধানমন্ত্রী যা বলবেন তা দেশ ও বিশ্বের সর্বত্র প্রতিধ্বনিত হবে।"

union minister 1v