আইফেল টাওয়ারকেও হার মানাল ভারতের রেল সেতু, মোদীর সফরে সেনা অভিযান ‘সিঁদুর’-এর ছায়া

বিশ্বের সব থেকে উঁচু রেল সেতু চেনাব ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Tamalika Chakraborty
New Update
modi chenab bridge

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব ব্রিজের উদ্বোধন করলেন। জম্মু-কাশ্মীরের উধমপুর থেকে শ্রীনগর হয়ে বারামুল্লা পর্যন্ত বিস্তৃত ইউএসবিআরএল (Udhampur-Srinagar-Baramulla Rail Link) প্রকল্পের অঙ্গ এই সেতুটি, যা কাশ্মীর উপত্যকাকে সরাসরি রেলপথে ভারতের বাকি অংশের সঙ্গে যুক্ত করল।

chenab bridge   n

১৩১৫ মিটার লম্বা এবং নদীর তলদেশ থেকে ৩৫৯ মিটার উচ্চতায় অবস্থিত এই চেনাব সেতু, ফ্রান্সের আইফেল টাওয়ারকেও উচ্চতায় পিছনে ফেলে দিয়েছে। অত্যন্ত জটিল ভৌগোলিক অবস্থানে নির্মিত এই সেতুটি রেল ইঞ্জিনিয়ারিং-এর এক যুগান্তকারী দৃষ্টান্ত হয়ে উঠেছে।

একই দিনে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন দেশের প্রথম কেবল-স্টেইড রেল সেতু 'অঞ্জি ব্রিজ'-এরও। এছাড়াও, কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত দুইটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে সবুজ পতাকা দেখান।