New Update
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব ব্রিজের উদ্বোধন করলেন। জম্মু-কাশ্মীরের উধমপুর থেকে শ্রীনগর হয়ে বারামুল্লা পর্যন্ত বিস্তৃত ইউএসবিআরএল (Udhampur-Srinagar-Baramulla Rail Link) প্রকল্পের অঙ্গ এই সেতুটি, যা কাশ্মীর উপত্যকাকে সরাসরি রেলপথে ভারতের বাকি অংশের সঙ্গে যুক্ত করল।
১৩১৫ মিটার লম্বা এবং নদীর তলদেশ থেকে ৩৫৯ মিটার উচ্চতায় অবস্থিত এই চেনাব সেতু, ফ্রান্সের আইফেল টাওয়ারকেও উচ্চতায় পিছনে ফেলে দিয়েছে। অত্যন্ত জটিল ভৌগোলিক অবস্থানে নির্মিত এই সেতুটি রেল ইঞ্জিনিয়ারিং-এর এক যুগান্তকারী দৃষ্টান্ত হয়ে উঠেছে।
একই দিনে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন দেশের প্রথম কেবল-স্টেইড রেল সেতু 'অঞ্জি ব্রিজ'-এরও। এছাড়াও, কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত দুইটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে সবুজ পতাকা দেখান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us